কালীপুজোর আগে সুখবর! বাজারে মিলবে পরিবেশবান্ধব গ্রিনবাজি, ১০ হাজার লাইসেন্স দেবে রাজ্য

কালীপুজোর আগে বাজি প্রেমীদের জন্য সুখবর। বাজারে মিলবে গ্রিনবাজি অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি। রাজ্যে দূষিত আতসবাজি নিষিদ্ধ থাকলেও পরিবেশ বান্ধব গ্রিনবাজি বিক্রি নিয়ে সবুজ সঙ্কেত দিল রাজ্য দমকল দফতর।

গ্রিনবাজি বিক্রির জন্য রাজ্যে প্রায় ১০ হাজার লাইসেন্স দেওয়া হবে। প্রতিটি বাজির গায়ে লোগো ও কিউআর কোড থাকবে। প্রতিটি জেলাকে এই নির্দেশিকা দিয়েছে রাজ্য দমকল দফতর। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের তরফে পরিবেশবান্ধব বাজি ব্যবহারের কথা বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, বাজির বাজারে শুধুমাত্র পরিবেশবান্ধব গ্রিনবাজি বিক্রি হবে, তা নিশ্চিত করতে হবে পুলিশকেই। এই বিষয়ে কালীপুজোর পর কোর্ট খুললে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে। রাজ্যে আতসবাজি বিক্রি নিয়ে শিলিগুড়ির একটি বাজি বিক্রেতা সংগঠন হাইকোর্টে আবেদন করে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় রাজ্যে বিক্রি করা যাবে না পরিবেশ দূষিত করা আতসবাজি। দীপাবলির আগে পরিবেশ দূষণ রুখতে সবুজ বাজি বিক্রিতে অনুমতি দেওয়ায় খুশি বাজি ব্যবসায়ীরা।

Comments are closed.