কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রথমেই গেলেন জানবাজার সম্মিলিত কালী পুজোয়

উত্তরবঙ্গ থেকে ফিরেই কালীপুজোর উদ্বোধন শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার প্রথমেই জানবাজার সম্মিলিত কালী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেন মুখ্যমন্ত্রী।

এদিন আরও তিনটি পুজো উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। শেক্সপিয়ার সরণির ইয়ুথ ফ্রেন্ডস, দেবেন্দ্র ঘোষ রোডের ইন্ডিয়া ক্লাব ও হরিশ মুখার্জী রোডের ভেনাস ক্লাবের পুজোর উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।

এদিন পুজোর উদ্বোধনের পর তিনি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ওরা বলে বাংলায় চাকরি নেই। কিন্তু আমি আবারও বলছি বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়ে গিয়েছে। দেশে বেকারত্ব বেড়েছে ৪০ গুন। তিনি বলেন, আমি আরও চাকরি দিতে চাই। দুধের দাম বৃদ্ধি নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, গুজরাটে ভোট আছে বলে দুধের দাম বাড়বে না। কিন্তু বাংলায় বাড়ছে। এটা অন্যায়।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও ছিলেন সুদীপ ব্যানার্জি ও নয়না ব্যানার্জি। এই বছর মহালয়ার আগে থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমির পুজো দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতেও কালীপুজো হয়। এই বছরও পুজো হবে বলেই জানা গিয়েছে।

Comments are closed.