তীব্র প্রতিবাদ করছি!, আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে টুইট অপর্ণা সেনের

সল্টলেকের প্রাথমিক শিক্ষা পরিষদের অফিসের সামনে থেকে বৃহস্পতিবার গভীর রাতে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের তুলে দেয় বিধাননগর পুলিশ। এই ঘটনার প্রতিবাদ করলেন অপর্ণা সেন। শুক্রবার সকালে একটি টুইট করেন তিনি। সেখানে লেখেন, ”অনশণকারীদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করছে তৃণমূল সরকার! অহিংস আন্দোলনের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করা হল কেন? সরকারের অনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ করছি!”

উল্লেখ্য, গত চার দিন ধরে সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে অবস্থান করছিলেন প্রাথমিকে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবিতে আমরণ অনশনও শুরু করেছিলেন তাঁরা। প্রথম দিন থেকে অবস্থান তুলে নেওয়ার জন্য পুলিশের তরফে চাকরিপ্রার্থীদের কাছে আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন শোনা না হলে আন্দোলনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, পর্ষদের অফিস চত্বরে জারি থাকা ১৪৪ ধারা কার্যকর করতে পারবে পুলিশ। এরপরেই পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যেবেলা থেকে প্রথমে আন্দোলনকারীদের সেখান থেকে উঠে যাওয়ার অনুরোধ করেন। এরপর রাত সাড়ে ১২ টা নাগাদ করুণাময়ীতে চলা আন্দোলন ভেঙে দেয় পুলিশ। এর ঘটনার পর শুক্রবার টুইট করেন অপর্ণা সেন।

Comments are closed.