তাঁরা সকলেই সাংসদ নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ৫ বছরের মধ্যেই তাদের সম্পত্তি বেড়েছে প্রায় দেড়শো শতাংশ! বলছে এডিআরের রিপোর্ট।
পাঁচ বছরের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ১৫৩ জন সাংসদের সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪২ শতাংশ। ২০০৯ সালের পর যে ১৫৩ জন সাংসদ ২০১৪ সালে আবার সাংসদ হয়েছেন, তাঁদের সম্পত্তি সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর। সোমবার প্রকাশিত এই রিপোর্ট বলছে, ২০০৯ সালে বিভিন্ন রাজনৈতিক দলের ১৫৩ জন সাংসদের সম্পত্তির গড় মূল্য ছিল সাড়ে ৫ কোটি টাকা। ২০১৪ সালে ওই সাংসদদের সম্পত্তির গড় মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৩২ লক্ষ টাকা। অর্থাৎ পাঁচ বছরের মধ্যে ১৫৩ জন সাংসদের সম্পত্তি বেড়েছে ১৪২ শতাংশ হারে। এডিআরের রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি সম্পত্তি বেড়েছে কংগ্রেস সাংসদদের। তালিকার সবচেয়ে শেষে আছেন সিপিএমের সাংসদরা। তবে একার আয়ের ভিত্তিতে ৫ বছরে সবচেয়ে বেশি সম্পত্তি বেড়েছে বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহার।
Comments are closed.