করোনার কারণে মাঝে দু’বছর পুজো দেওয়া গেলেও মন্দিরে প্রাঙ্গণে বসে পুজো দেখা বন্ধ ছিল। এ বছর থেকে আবার তা শুরু হচ্ছে। কালীপুজোর সারারাত মন্দির প্রাঙ্গণে বসেই পুজো দেখতে পারবেন দর্শনার্থীরা। দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফে তেমনটাই জানানো হয়েছে।
দক্ষিণেশ্বরের পুজো এবার ১৬৮তম বর্ষে পড়েছে। সাবেক রীতি মেনেই মা ভবতারিণীকে পুজো দেওয়া হবে। সোমবার ভোর ৫ টা থেকে দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। সারাদিন, সারারাত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। করোনার কারণে গত দু’বছর মায়ের পুজো নেওয়া হয়েছে। তবে সারারাত মন্দির প্রাঙ্গণে বসে পুজো দেখা বন্ধ রাখা হয়েছিল। এবছর, পুজো দেওয়ার পর নাট মন্দিরে বা মন্দির চত্বরে বসে ভক্তরা পুজো দেখার সুযোগ পাবেন। মন্দিরে প্রাঙ্গণে বড় জয়েন্ট স্ক্রীনও লাগানো থাকছে। তাতে করেও সরাসরি মায়ের আরতি দেখার ব্যবস্থা থাকছে। যদিও এবারে হাতে হাতে প্রসাদ বিতরণ বন্ধ থাকছে।
কালীপুজোতে দক্ষিণেশ্বরকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে এক ধরনের আলাদা উত্তেজনা থাকে। প্রতি বছরই কালীপুজোতে অসংখ্য ভক্ত সমাগম হয়। মেট্রো চালু হওয়ার পর এবারেই স্বাভাবিক ছন্দে ফিরেছে দক্ষিণেশ্বরের পুজো। মনে করা হচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে প্রচুর সংখ্যায় দর্শনার্থী আসবেন। সে কারণে নিরাপত্তার ওপরে বাড়তি জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। প্রচুর পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও সাদা পোশাকেরও প্রচুর পুলিশকে নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে দীর্ঘ দু’বছর পর স্বাভাবিক ছন্দে দক্ষিণেশ্বরের ঐতিহ্যবাহী কালীপুজো।
Comments are closed.