কার্গিলে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটাবেন প্রধানমন্ত্রী, ‘আমার দীপাবলি আপনাদেরকে নিয়েই’, বলেন মোদী
২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নিয়ম মেনে দীপাবলি সেনা জওয়ানদের সঙ্গে কাটান নরেন্দ্র মোদী। এই বছরও এর অন্যথা হল না। কালীপুজোর দিন সকালে কার্গিল পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী। পিএমও-র পক্ষ থেকে সেই ছবি টুইট করা হয়েছে৷ কার্গিল সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেবেন তিনি।
সোমবার সেখান থেকে ভাষণ দেন মুখ্যমন্ত্রী। সেনা জওয়ানদের নিজের পরিবার বলে সম্বোধন করে মোদী বলেন, আমার দীপাবলির আনন্দ আপনাদেরকে নিয়েই। সেনাবাহিনীর প্রশংসা করে মোদী বলেন, কার্গিল ভারতীয় সেনার বীরত্বের সাক্ষী৷ আপনারা সীমান্তের প্রহরী। আপনারাই দেশের স্তম্ভ৷ আপনারা আছেন বলেই দেশবাসী নিশ্চিন্তে থাকেন৷ প্রধানমন্ত্রীর কথায়, তাঁর সরকারের আমলে ভারতের অর্থনীতি দশম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। ইসরোর সাফল্যের কথা তুলে ধরেন তিনি।
২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে বরাবর তিনি দীপাবলি সেনা জওয়ানদের সঙ্গে কাটান। গত বছরও জম্মু কাশ্মীরের নওশেরা সীমান্তে পৌঁছে গিয়েছিলেন৷ এ বছরও কার্গিলে গেছেন।
এদিন টুইট প্রধানমন্ত্রী দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান। তিনি লেখেন, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি উজ্জ্বলতার প্রতীক। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গলের চেতনাকে আরও বাড়িয়ে তুলুক।
Comments are closed.