তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বাড়িতে প্রতি বছরই কালীপুজোয় দলের নেতা-মন্ত্রীদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্থরের মানুষই আমন্ত্রিত থাকেন। সোমবার সস্ত্রীক তাঁর কালীঘাটের বাড়িতে যান রাজ্যের বর্তমান রাজ্যপাল লা গনেশন। বেশ কিছুক্ষণ সেখানে সময়ও কাটান। আর এদিন মুখ্যমন্ত্রীর বাড়ি দেখে কার্যত অবাক হয়ে গিয়েছেন রাজ্যপাল। বিস্ময় প্রকাশ করে তিনি জানতে চান, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এত ছোট ঘরে তিনি থাকেন কীভাবে?
রাজনৈতিক মহলে একটি কথা প্রচলিত আছে, যে তৃণমূল নেত্রীর সাধারণ জীবনযাপন নিয়ে তাঁর অতি বড় বিরোধীও প্রশংসা করে থাকেন। ছাত্র রাজনীতির সময় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও নিজের জীবন ধারণের মান তিনি পাল্টাননি। সেই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই থেকে গিয়েছেন মুখ্যমন্ত্রী। যেখানে একাধিক সময়ে দেশের তাবড় তাবড় রাজনীতিক গিয়েছেন। তার মধ্যে অনেকেই মুখ্যমন্ত্রীর বাড়ি দেখে অবাক হয়েছেন। এদিন রাজ্যপালও সেই তালিকায় পড়লেন।
বাড়ির পুজোতে কার্যত এক্কেবারে অন্যভাবে দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে।এবারেও তার অন্যথা হয়নি। নিজে হাতেই ভোগ রান্না করেছেন তৃণমূল নেত্রী। দলের নেতা-মন্ত্রীর পাশপাশি এদিন টালিগঞ্জ-এর অনেক কলাকুশলীকে দেখা যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে। এছাড়াও কলকাতায় ফিরেই সপরিবারে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও।
Comments are closed.