সব ঠিক থাকলে ২০২৩-এর এপ্রিলে হতে পারে রাজ্যের পঞ্চায়েত ভোট। নির্বাচন কমিশন সূত্রে তেমনটাই ইঙ্গিত। এবার পঞ্চায়েত ভোটকে সামনে রেখে নতুন কর্মসূচি নিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূলের মহিলা ব্রিগেড। যার পোশাকি নাম, ‘চলো গ্রামে যাই’। মূলত তৃণমূলের মহিলা সংগঠনের নেতৃত্বেই গ্রামে গ্রামে এই কর্মসূচি পালিত হবে।
রাজনৈতিক মহলের মতে, মূলত গ্রাম বাংলার মহিলা ভোটারদের জন্যই ঘাসফুল শিবিরের এই বিশেষ কর্মসূচি। পঞ্চায়েত ভোট তথা আগামী দিনে অন্যান্য ক্ষেত্রেও যাতে মহিলার আরও এগিয়ে আসেন সে কারণেই এই কর্মসূচি বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। জানা যাচ্ছে, পুরো কর্মসূচির নেতৃত্বে থাকবেন মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
তৃণমূল সূত্রে খবর, আগামী ১ নভেম্বর থেকেই নতুন কর্মসূচি নিয়ে গ্রামে গ্রামে পৌঁছে যাবে তৃণমূল। চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও মালা রায়, শশী পাঁজা’র মতো তৃণমূলের শীর্ষ নেত্রীরা প্রতিটা বুথে বুথে যাবেন বলে খবর। প্রসঙ্গত, কালীপুজো পর্যন্ত রাজ্য জুড়ে প্রতিটি বিধানসভায় বিজয়া সম্মেলনী করেছে তৃণমূল কংগ্রেস। তার পর এই নতুন কর্মসূচি পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে কতটা ডিভিডেন্ট এনে দেয় এখন সেটাই দেখার।
Comments are closed.