করোনা আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, প্রস্তুতি তুঙ্গে

দুবছর করোনা আতঙ্ক কাটিয়ে চেনা ছন্দে ফিরতে চলেছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। পুজোর প্রস্তুতি তুঙ্গে। পুজো উদ্যোক্তার জানিয়েছেন, চতুর্থী ও পঞ্চমীর দিন থেকে শহরে বেশ কিছু পুজোর উদ্বোধন শুরু হয়ে যাবে। গত দুই বছর করোনার জন্য ভিড় সেইভাবে না হলেও এই বছর রেকর্ড সংখ্যক দর্শনার্থীর সমাগম হবে চন্দননগরে বলেই মনে করছেন পুজো কমিটির সদস্যরা।

এবার বিসর্জনে রেকর্ড গড়তে চাইছে চন্দননগর। সেরা আলোক শোভাযাত্রা বিশ্বের কাছে তুলে ধরতে চলেছে এই শহর। জানানো হয়েছে, ভিড় নিয়ন্ত্রণে এবার থাকছে বিশেষ ব্যবস্থা। প্রয়োজনে আকাশপথে নজরদারি চালানো হবে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে প্রত্যেকটি পুজো মণ্ডপে সিসিটিভি ক্যামেরা থাকবে। এছাড়াও প্রাথমিক চিকিৎসা, পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা থাকবে প্রতিটি পুজো মণ্ডপে বলে জানানো হয়েছে। তবে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেমন পুজোকে কেন্দ্র করে আতসবাজি পোড়ানো, ডিজে বক্স বাজানো নিষিদ্ধ করা হয়েছে।

পুজোর বিসর্জনের শোভাযাত্রায় সারারাত ব্যাপী ৬১টি পুজো কমিটি অংশগ্রহণ করবে। এর মধ্যে ২০২০ ও ২০২১ সালের যে সমস্ত পুজো কমিটিগুলির জুবিলি বর্ষ ছিল তারাও অংশগ্রহণ করবে। ২২৮ টি লরির ব্যবস্থা করা হয়েছে বিসর্জন ঘিরে। এই লরিতে আলোক শোভাযাত্রা দশমীর সন্ধে থেকে সারারাত পুরো চন্দননগর পরিক্রমা করবে। চন্দননগরের ৭ টি ও ভদ্রেশ্বরের ৭ টি ঘাট মিলিয়ে মোট ১৪ ঘাটে বিসর্জন হবে বলে জানা গিয়েছে।

Comments are closed.