পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি। জর্নওয়ালায় একটি পদযাত্রা চলাকালীন ইমরানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুৰষ্কৃতীরা। সূত্রের খবর, ইমরানের পায়ে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসতাপালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, ইমরান খানের ম্যানেজার সহ আরও কয়েকজন গুলিবৃদ্ধ হয়েছেন। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
কে-কারা গুলি চালিয়েছে, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সংস্থা সূত্রে খবর, এক্কেবারে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে।
Comments are closed.