ভোরের দিকে শীতের আমেজ, বেলা বাড়লে উধাও; নভেম্বরের শহরে কবে জাঁকিয়ে শীত? 

ভরের দিকে কিছুটা শীতের আমেজ। শহর কলকাতা ছাড়িয়ে  মফস্বল, গ্রামের দিকে গেলেই সেই আমেজ আরও প্রখর। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা আর থাকছে না। নভেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রার পারদ ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। অনেকেই জানতে চাইছেন, এই আবহে দক্ষিণবঙ্গে কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে? হওয়া অফিস সূত্রে খবর, আগামী আরও কয়েকদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পারদ অনেকটাই নামবে বলে জানা গিয়েছে। 

অক্টোবর মাসে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছিল। গত শনিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি। যা এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন। তবে তারপর ফের একবার তাপমাত্রার পারদ চড়েছে।  হওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিন কলকাতার আকাশে হাল্কা মেঘ থাকবে। যদিও ভোরের দিকে কিছুটা কুয়াশা পড়বে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শীতের আগমনী বার্তার মাঝেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে। এর জেরে কলকাতা সহ আশেপাশের অঞ্চলে খুব একটা বৃষ্টির সম্ভবনা নেই। তবে উপকূলের জেলাগুলোতে হাল্কা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 

Comments are closed.