বুধবার রাতে দিল্লি-এনসিআর সহ গোটা উত্তর ভারতে কম্পন অনুভূত হয়েছিল। বুধবারের পর বৃহস্পতিবার সকালে ভূমিকম্প অনুভূত হল উত্তর-পূর্ব ভারতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের ভরকেন্দ্র অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং। বৃহস্পতিবার সকাল ১০.৩১ মিনিটে কম্পন অনুভূত হয়।
মঙ্গলবার রাতে দিল্লি-এনসিআর, উত্তর প্রদেশ এবং বিহারে ভূমিকম্পের প্রায় সাড়ে চার ঘন্টা পর বুধবার সকালে উত্তরাখন্ডের পিথোরগড়ে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। নেপালে মৃত্যু হয় অন্তত ৬ জনের। ভেঙে পড়ে একাধিক বাড়ি। মঙ্গলবার সকালেও নেপালে ভূমিকম্প হয়েছিল।
চলতি বছর জুলাই মাসে ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। কম্পনের এপিসেন্টার ছিল কাঠমান্ডুর খাতং জেলা। ২০১৫ সালে ভূমিকম্পের পোখরা ও কাঠমান্ডুর মধ্যে যে কম্পন হয়েছিল তাতে প্রাণ হারিয়েছিলেন ৮ হাজার ৯৬৪ জন মানুষ। বাড়ি চাপা পড়ে আহত হয়েছিলেন ২২ হাজারের বেশি মানুষ।
Comments are closed.