সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই কলকাতার সঙ্গে জুড়তে চলেছে নতুন মেট্রো রুট। বৃহস্পতিবার মেট্রো রেলের তরফে তেমনটাই জানানো হয়েছে। কারণ এদিন জোকা থেকে তারতলা পর্যন্ত মেট্রো রুটের চূড়ান্ত ইন্সপেকশন হয়ে গেল। এদিন শেষ পর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন কমিশনার অব রেলওয়ে সেফটি বোর্ড। এবার বোর্ডের তরফে সবুজ সংকেত মিললেই জোকা-তারাতলা মেট্রো রুটে ট্রেন চলতে শুরু করবে।
দক্ষিণ ডায়মন্ড পার্ক থেকে এসপ্লেনেড উত্তর পর্যন্ত একটি মেট্রো রুটের কাজ চলছে। যার দুরুত্ব ১৫ কিমি’র কিছু বেশি। ওই রুটেরই অন্তর্গত জোকা-তারতলা। যার দুরুত্ব প্রায় ৭ কিমি মতো। জোকা থেকে তারাতলার মধ্যে মোট ৬ টি স্টেশন থাকছে। বৃহস্পতিবার রেলওয়ে সেফটি বোর্ডের কমিশনার এই ৬টি স্টেশনই পরিদর্শন করেছেন। মেট্রো রেল সূত্রে খবর, ওই রুট ট্রেন চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।
স্বাভাবিকভাবেই নতুন লাইনের মেট্রো চালু হলে ওই রুটের বাসিন্দাদের যাতায়াত অনেকখানি সুবিধা হবে। মেট্রো তরফে জানানো হয়েছে, রুটের বাকি কাজও তারা খুব শীঘ্রই শেষ করার চেষ্টা করছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই জোকা-তারতলা মেট্রো চড়তে পারবেন কলকতাবাসী।
Comments are closed.