শিশু দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

শিশু দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার সকালে ফেসবুক পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, শিশুরাই হল জীবনের বিকশিত ফুল। শিশু দিবসের শুভেচ্ছা।

এদিন শিশু দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষ্যে তাঁকেও শ্রদ্ধা জানান। পৃথিবীর বিভিন্ন দেশে শিশু দিবস পালিত হয় বিভিন্ন সময়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু পরিচিত ছিলেন ‘চাচা নেহেরু’ নামেই। তিনি ছোটদের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসতেন। আগে ১৯৫৪ সালের ২০ নভেম্বর দিনটিকে শিশু দিবস ঘোষণা করে রাষ্ট্রসংঘ। সেই মতো সেদিনই ভারতে পালিত হত শিশু দিবস। ১৯৬৪ সালের ২৭ মে ভারতের প্রথম প্রধানমন্ত্রী মৃত্যুর পর শিশুদের প্রতি স্নেহ ও ভালোবাসার জন্য ঠিক হয় ১৪ নভেম্বর তাঁর জন্মদিনে ভারতে পালিত হবে শিশু দিবস।

দেশের ভবিষ্যৎ গঠনে শিশুদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এই বিশেষ দিনে শিশুদের সুরক্ষা, অধিকার সম্পর্ক ও ভবিষ্যৎ সম্পর্কে সকলকে সচেতন করাই থাকে মূল উদ্দেশ্য। এদিন বিভিন্ন স্কুল ও শিক্ষাককেন্দ্রগুলিতে শিশু দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে শিশু দিবস পালিত হয় বিভিন্ন সময়। ১ জুন পালিত হয় আন্তর্জাতিক শিশু দিবস।

Comments are closed.