ধস, যানজটের জন্য দার্জিলিং ঢুকতে সমস্যায় পড়তে হয়। তাই এবার বিকল্প রুট চালু হতে চলেছে। দার্জিলিং জেলা প্রশাসন ঘুম রুট এড়িয়ে দার্জিলিং-এ ঢোকার জন্য নতুন রুট তৈরি করত চলেছে।
দার্জিলিং জেলা প্রশাসন ঘুম, সোনাদা রুটের পরিবর্তে ঘুমের উলটো দিকেই লেবং দিয়ে দার্জিলিং-এ ঢোকার বিকল্প পথ চিন্তা করছে। ঘুম রুটে দার্জিলিং-এ ঢুকে লেবং রুট দিয়ে বেরোনোও যাবে। এর ফলে ধসের জেরে কোনও রাস্তা বন্ধ থাকলে আর সমস্যায় পড়তে হবে না। বিকল্প এই রুটে ঘুম, কার্শিয়াং-এ রুটে ঢুকতে হবে না। তিস্তাবাজার থেকে লেবং হয়ে ঢোকা যাবে দার্জিলিং-এ। রাস্তাটির দৈর্ঘ্য হবে ৩০ থেকে ৩৫ কিলোমিটার। এই রাস্তাটি দার্জিলিং শহর থেকে লেবং ও দাওয়াইপানি হয়ে শেষে তিস্তা বাজারের সঙ্গে মিলবে। সেখান থেকে ফের এটি শিলিগুড়ি, কালিম্পং, সিকিম রোডে ঢুকবে। এই রাস্তাটি সিকিম, কালিম্পং ও শিলিগুড়ির যাত্রীদের ঘুম দিয়ে না নিয়ে গিয়ে দার্জিলিং-এ পৌঁছে দেবে।
এই বিষয়ে দার্জিলিং-এর জেলাশাসক জানিয়েছেন, এই বিকল্প রাস্তার বিষয়ে পূর্ত দফতরকে জানানো হয়েছে। পূর্ত দফতরের অনুমতি পেলে অন্যান্য প্রক্রিয়া চালু করা হবে। এতদিন শিলিগুড়ি থেকে কার্শিয়াং-টুং-সোনাদা-ঘুম হয়ে দার্জিলিংয়ে পৌঁছনো যেত। এবার সেই রাস্তার চাপ কমাতে বিকল্প রাস্তা চালু করতে চলেছে দার্জিলিং প্রশাসন।
Comments are closed.