কাশ্মীরে তুষারঝড়ে মৃত্যু হল বাংলার এক সেনা জওয়ানের। নাম সৌভিক হাজরা, বয়স একুশ। তাঁর বাড়ি বাঁকুড়ার ওন্দা থানার খামারবেড়িয়া গ্রামে। রবিবার কাশ্মীরের মাচাল সেক্টরে টহল দেওয়ার সময় হঠাৎ করে তুষারঝড় শুরু হয়। সেই ঝড়ের কবলে পড়েন সৌভিক হাজরা।
রবিবার রাতেই তাঁকে মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয়। সোমবার রাতেই সৌভিক হাজরার মৃতদেহ তাঁর বাড়িতে আনা হবে বলে জানা গিয়েছে। এই মৃত্যুর খবর পাওয়া মাত্রই শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার।
2019 সালে ওন্দা থানার মহাবিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হন তিনি। এরপর সেখান থেকেই যোগ দেন সেনাবাহিনীতে। প্রথমে পাঞ্জাবে যোগ দিয়েছিলেন তিনি। এরপর যোগ দেন আসামে। সব শেষে কাশ্মীরে যোগ দিয়েছিলেন। স্থানীয়দের কাছে জানা গিয়েছে, ছোটবেলায় মা মারা যাওয়ার পর মামাবাড়িতে বড় হয়ে ওঠেন সৌভিক। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর মাঝেমাঝে ভিডিও কল করে পরিবারের সঙ্গে কথা বলতেন তিনি। শুক্রবারেও সন্ধ্যেবেলায় ভিডিও কল করে পরিবারের সঙ্গে কথা বলেন। পুজোর আগেও এক মাসের ছুটিতে খামারবেড়িয়া গ্রামে এসেছিলেন তিনি। ভাইফোঁটার দিন কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন। পরিবারের লোকেরা দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, ভাবতেও পারিনি এইবার শেষ ভাইফোঁটা দিতে পারবো। আর কোনও দিন গ্রামে আসবে না ভাবতেই পারছি না।
Comments are closed.