হোয়াটসঅ্যাপে এবার নিজেই নিজেকে ম্যাসেজ করতে পারবেন। নতুন ফিচার আনছে মেটা অধিকৃত সংস্থা। সম্প্রতি অ্যাপের তরফে জানা হয়েছে, খুব শীঘ্রই ‘ম্যাসেজ ইওরসেলফ’ সার্ভিস শুরু করছে হোয়াটসঅ্যাপে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবহারকারীরা এই পরিষেবা পাবেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
এক কথায় এখন ফোনটাই সব। অন্যান্য নানা কাজের পাশাপাশি কোনও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, কোনও লেখা, বাজারের লিস্ট, বা কোনও রিমাইন্ডার ফোনে রাখার সময় আমার সেটি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়ে রাখি। এতে করে ভবিষ্যতের জন্য ডকুমেন্টটি সঞ্চয় করে রাখা যায়। তবে অনেক সময় এমন কিছু ডকুমেন্ট থাকে যা কাউকেই পাঠানো যায় না। আবার প্রয়োজনের সময় ফোন মেমরি থেকে চট করে খুঁজেও পাওয়া যায়না। সে সব ক্ষেত্রে স্মার্ট ফোন ব্যবহারকারীদের বেশ অসুবিধাই হয়। এই সমস্যা দূর করার জন্যই হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচার বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড এবং আইফোন দু ধরণের ফোনের ক্ষেত্রেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই নতুন সার্ভিস শুরু হয়ে যাবে। পাশাপাশি এও জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভয়েস নোট রাখা নিয়েও পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে সংস্থা। এই নতুন ফিচার চালু হলে ছবি, ভিডিও ছাড়া ব্যবহারকারীরা ভয়েস নোটও স্ট্যাটাসে দিতে পারবেন।
Comments are closed.