বৃহস্পতিবার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে শিয়ালদহ-সল্টলেক রুটে বাড়ছে ট্রেনের সংখ্যা, খুশি অফিস যাত্রীরা

১ ডিসেম্বর থেকে ইস্ট-ওয়েস্টে শিয়ালদহ থেকে সল্টলেক পর্যন্ত মোট ১০৬ টি মেট্রো চলবে

ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। আগামী ১ ডিসেম্বর থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। ১ ডিসেম্বর থেকে ইস্ট-ওয়েস্টে শিয়ালদহ থেকে সল্টলেক পর্যন্ত মোট ১০৬ টি মেট্রো চলবে। এই রুটে আগে ১০০ টি মেট্রো চালানো হত। ৫০ টি আপ ও ৫০ টি ডাউন মেট্রো চলত। আপ ও ডাউনে ৫৩ টি করে মেট্রো চলবে বৃহস্পতিবার থেকে।

এই খবর পাওয়া মাত্র খুশি মেট্রো যাত্রীরা। অফিস টাইমে ভিড় কিছুটা এড়ানো যাবে বলে মনে করছেন যাত্রীরা। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ের কোনও পরিবর্তন হচ্ছে না। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টার সময়। অন্যদিকে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো ছাড়ে ৬.৫৫ মিনিট। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ যাওয়ার শেষ মেট্রো ৯.৪০ মিনিটে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত শেষ মেট্রো ৯.৩৫ মিনিটে। সন্ধ্যেবেলা অফিস টাইমে ১৫ মিনিটের বদলে ১২ মিনিট অন্তর মেট্রো ছাড়বে।

পাশাপাশি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরেই কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল শুরু হতে পারে। জানা গিয়েছে, কবি সুভাষ থেকে রুবি ৬ কিমি রুটে মেট্রোর ট্রায়াল রান আর কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে।

Comments are closed.