মঙ্গলবার হিঙ্গলগঞ্জে গিয়ে বনবিবির মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শাড়ি, ধুতি,মালা, ফল-মিষ্টি সহ পুজো দিলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নূসরত জাহান। ছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সুন্দরবনবাসীকে বাঘ, কুমিরের হামলা থেকে বাঁচাতে পুজো দেবেন তিনি। সেই মত মঙ্গলবার ডুমুরজলা হেলিপ্যাড থেকে কপ্টারে চেপে হিঙ্গলগঞ্জে যান মুখ্যমন্ত্রী। এরপর গাড়ি নিয়ে বনবিবির মন্দিরে যান। ২ দিনের সফরে সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রীকে দেখা যায়, একটি বড় ডালিতে ফুল, মালা, মিষ্টি, শাড়ি ও ধুতি নিয়ে যান। এরপর সেখান থেকে বেরিয়ে তিনি একটি গাছে ফুল দিয়ে পুজো করেন। সবুজ রঙের শাড়ি জড়িয়ে দেন গাছে। এদিন মুখ্যমন্ত্রী মন্দিরে থাকা কয়েকজনকেও শাড়ি, ধুতি দেন। ওই মন্দির চত্ত্বরকে পাকা করে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। হিঙ্গলগঞ্জের সভা থেকেও মুখ্যমন্ত্রী জানান, মন্দির চত্ত্বর পাকা করে দেওয়া হবে। মন্দির চত্ত্বর সাজিয়ে তোলা হবে। আরও আকর্ষনীয় করে তোলা হবে মন্দিরকে।
এদিন মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমান গ্রামবাসীরা।
Comments are closed.