মুর্শিদাবাদ মানেই ইতিহাসের হাতছানি। মুর্শিদাবাদ মানেই বাংলার শেষ স্বাধীন নবাব। প্রতিবছরই ইতিহাসের টানে দেশ তো বটেই বিদেশ থেকেও বহু পর্যটক ছুটে যান নবাবের জেলায়। এবার সেই মুর্সিদাবাদবাসীর জন্যই আরও একটি গর্বের মুহূর্ত। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় হাজারদুয়ারি প্যালেসে বসানো হল জি-২০ বৈঠকের বিশেষ লোগো। এই কয়েকদিনের মধ্যে আপনি যদি মুর্শিদসবাদ ঘুরতে যান, দেখতে পাবেন প্যালেস চত্বরে জ্বলজ্বল করছে এই বিশেষ লোগোটি।
আগামী জি-২০ বৈঠকের আয়োজক দেশ ভারত। বিশ্বের কয়েকটি উন্নত এবং উন্নয়নশীল দেশের একত্রিত ফোরাম হল এই জি-২০। এখানে মার্কিন যুক্ত রাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাপান, চীন, জার্মানের মতো দেশগুলোও রয়েছে। আর সেই বৈঠক এবারে হবে ভারতে। যা নিয়ে এক বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে নয়া দিল্লি। ওই জি-২০ বৈঠক উপলক্ষ্যেই আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে সারা দেশের মধ্যে মাত্র ২০ টি জায়গায় এই বিশেষ লোগো লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে কলকাতার দুটি জায়গায়, কোচবিহার রাজবাড়ীর পাশাপাশি এবার হাজারদুয়ারি প্ৰসাদকেও নির্বাচন করা হয়েছে এই লোগোর জন্য।
জেলার মানুষের কাছে এটি গর্বের মুহূর্ত তো বটেই। সেই সঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার কর্তাদের মতে, এর জেরে বিশ্বের পর্যটন মানচিত্রেও হাজারদুয়ারি এবং সমগ্র মুর্শিদাবাদ আলাদা করা জায়গা করে নেবে। জানা গিয়েছে, ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত হাজারদুয়ারি প্যালেসে জি-২০ প্রেসিডেন্সিয়াল লোগোটি লাগানো থাকবে।
Comments are closed.