ফের পৃথক রাজ্যের দাবিতে উত্তরবঙ্গ জুড়ে আন্দোলনে ‘কামতাপুর পিপলস পার্টি বা কেপিপি। মঙ্গলবার সকাল থেকে আন্দোলকারীরা উত্তরবঙ্গের একাধিক স্টেশনে রেল অবরোধ শুরু করেছে। সেই সকাল থেকে থমকে একাধিক ট্রেন। মালগাড়ির পাশাপাশি তালিকায় রয়েছে একগুচ্ছ যাত্রীবাহী ট্রেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও আটকে পড়ছে বলে জানা যাচ্ছে।
রেল সূত্রে খবর, ‘রেল রোকো’ কর্মসূচির জেরে আলতাগ্রাম স্টেশনে মালগাড়ি আটকে পড়েছে। এছাড়াও জলপাইগুড়ির ময়নাগুড়ির স্টেশনে সকাল থেকেই হাতে পতাকা নিয়ে রেল লাইনের ওপরে বসে পড়েছে আন্দোলনকারীরা। ওই পথেও বেশ কয়েকটি ট্রেন আটকে পড়েছে। ময়নাগুড়ি স্টেশনে অবরোধের জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও আটকে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে রেল লাইনের ধারে ধারে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং রেলের তরফেও আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হচ্ছে। যদিও এখনও কোনও সমাধান সূত্র বেরোয়নি বলে খবর।
যদিও এই প্রথম নয়, এই আগেও পৃথক উত্তরবঙ্গের দাবি নিয়ে আন্দোলনে নেমেছে কেপিপি। এদিনের আন্দোলনের জেরে বহু জায়গায় এখনও ট্রেন আটকে রয়েছে। অনেকেই স্টেশনে এসে ফিরে যাচ্ছেন। জানা গিয়েছে, সন্ধ্যে ৬টা পর্যন্ত রেল অবরোধের কথা জানিয়েছে আন্দলোনকারীরা।
Comments are closed.