বাবুঘাট থেকে সরাসরি গঙ্গাসাগর, মেলার আগে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে

আসছে গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলছে রাজ্য পরিবহন দফতর। বাবুঘাট বা হাওড়া থেকে এক টিকিটেই গঙ্গাসাগরের কচুবেড়িয়াতে পৌঁছে যেতে পারবেন পুণ্যার্থীরা। সোমবার গঙ্গাসাগর মেলা নিয়ে এক বৈঠক করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা সহ পরিবহণ আধিকারকরা।

আগে কাকদ্বীপের আট নম্বর লট থেকে ভেসেল ধরতে হত। এর জন্য পুণ্যার্থীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হত। এবার সেই সমস্যা দূর করতে একাধিক নতুন পদক্ষেপ নিতে চলছে রাজ্য পরিবহণ দফতর। এছাড়াও এই বছর মেলা উপলক্ষ্যে বাস, ভেসেল ও লঞ্চের সংখ্যা বাড়ানো হবে। বাড়ানো হবে বেসরকারি বাসের সংখ্যাও। এই নিয়ে পরিবহণ মন্ত্রী বেসরকারি বাস মালিকদের সঙ্গেও বৈঠক করতে পারেন।

উল্লেখ্য, গত ২ বছর কোভিডের কারণে বহু পুণ্যার্থী সাগর মেলায় যেতে পারেননি। এই বছর তাই লক্ষ লক্ষ পুণ্যার্থী মেলায় ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে। মেলা ঘিরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেলা নিয়ে কড়া নজরদারি শুরু প্রশাসনিক আধিকারিকদের। প্রতি বছর অসংখ্য মানুষ অসুস্থ হয়ে পড়েন এই মেলায়। এবার যাতে অসুস্থদের সংখ্যা হ্রাস পায়, সেজন্য গড়ে তোলা হয়েছে বহু অস্থায়ী ও মুক্ত চিকিৎসা কেন্দ্র। আগামী ৯ই জানুয়ারি থেকে সাগর মেলা শুরু হতে চলেছে। আর এই মেলা চলবে ২৩শে জানুয়ারি পর্যন্ত।

Comments are closed.