‘আমার স্বপ্ন সত্যি সুন্দর ছিল, স্বপ্নের জন্য আমি কঠোর সংগ্রাম করেছি’, সোশ্যাল মিডিয়ায় মর্মস্পর্শী পোস্ট রোনাল্ডোর
মরক্কোর কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। খেলা শেষে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চোখের জল ফেলতে দেখা যায়। যেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন রোনাল্ডো ভক্তরা। সম্ভবত এটাই ছিল সি আর সেভেনের জীবনের শেষ বিশ্বকাপ। এরপর রবিবার নিজের ছবি দিয়ে ফসবুকে পোস্ট করেন ক্রিশ্চিয়ানো। সেখানে তিনি একটি মর্মস্পর্শী পোস্ট করেন।
লেখেন, পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা ছিল আমার কেরিয়ারের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন। সৌভাগ্যবশত আমি পর্তুগাল সহ আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক শিরোপা জিতেছি, কিন্তু আমাদের দেশের নাম বিশ্বের সবথেকে উচুঁ জায়গায় রাখা ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমি এর জন্য লড়াই করেছি। এই স্বপ্নের জন্য আমি কঠোর সংগ্রাম করেছি। ১৬ বছরের বেশি সময় ধরে ৫ বার বিশ্বকাপে যে গোল করেছি, পাশে পেয়েছি দুর্দান্ত খেলোয়াড়দের, লক্ষ লক্ষ পর্তুগিজদের। আমি আমার সবটুকু দিয়েছি। কখনই লড়াইয়ের দিক থেকে মুখ ফেরাইনি। কখনও স্বপ্ন ছেড়ে দেইনি। তিনি লেখেন,
দুঃখজনকভাবে এই বিশ্বকাপে স্বপ্ন শেষ হয়েছে। আমাকে নিয়ে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু লেখা হয়েছে, অনেক কিছু অনুমান করা হয়েছে। কিন্তু পর্তুগালের জন্য আমার মন এক মুহূর্তের জন্যও বদলায়নি। আমি ভবিষ্যতে কখনও আমার সহকর্মীদের এবং আমার দেশের দিক থেকে মুখ ফিরিয়ে নেব না।
তিনি শেষে লেখেন, আর কিছু বলার নেই। ধন্যবাদ পর্তুগাল। ধন্যবাদ কাতার। স্বপ্নটি ভালো ছিল যতক্ষণ এটি স্থায়ী ছিল।
Comments are closed.