টাইমসের বিচারে বর্ষসেরা ক্রীড়াবিদ মেসি; মুকুটে নয়া পালক ম্যাজিক ম্যানের

লিওনেল মেসির মুকুটে যোগ হল নতুন পালক। খেলার দুনিয়ায় হেন কোনও সম্মান নেই, যা তিনি পাননি। সেই তালিকায় যোগ হল এবার টাইমসের বর্ষসেরা পুরস্কার। টাইমস ম্যাগাজিনের বিচারে ২০২৩ সালের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ফুটবলের ম্যাজিক ম্যান। জানা গিয়েছে, মেসিই প্রথম ক্রীড়াবিদ, যিনি আমেরিকান না হয়েও এই ঐতিহ্যশালী সম্মানের প্রাপক হয়েছেন। 

১৯২৭ সাল থেকে টাইমস ম্যাগাজিন এই পুরস্কার দিয়ে আসছে। যদিও বর্ষসেরা ক্রীড়াবিদের সম্মান দেওয়া শুরু হয়েছে চার বছর। লিও এই মরশুমেই আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন। তাঁর এই পুরস্কার প্রাপ্তির খবরে খুশির হাওয়া মেসির ভক্তমহলে। মেসির সঙ্গে এই পুরস্কার প্রাপকের দৌড়ে ছিলেন, নোভাক জকোভিচ, আরলিং হালান্ড, কিলিয়ান এমবাপেরা মতো তাবড় তাবড় ক্রীড়াবিদরা।  সবাইকে পেছনে ফেলে টাইমসের বিচারে বর্ষসেরা হয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।  

উল্লেখ্য মেসি পরের বিশ্বকাপ খেলবেন কিনা, তা নিয়ে ফের একবার জল্পনা শুরু হয়েছে। তবে এবারে জল্পনার জন্ম খোদ মেসির করা একটি মন্তব্য নিয়ে। সম্প্রতি এই প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে লিও জানান, তাঁর এখন একমাত্র লক্ষ্য কোপা আমেরিকা। পরের বিশ্বকাপ নিয়ে তিনি এখনই ভাবছেন না। তবে বিশ্বকাপ যে খেলবেন না এমনটাও তিনি এখনই বলতে চাইছেন না।  

 

Comments are closed.