বুধবার থেকেই কলকাতায় শুরু হচ্ছে বড়দিনের ফেস্টিভ্যাল। বুধবার বিকেলেই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে বড়দিন ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের পর্যটন দফতর।
জানা গিয়েছে, এদিন অ্যালেন পার্কের পর সেন্ট জেভিয়ার্স কলেজেও যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ফেস্টিভ্যালে এই বছরও সেন্ট জেভিয়ার্স কলেজে যাবেন মমতা ব্যানার্জি।
বড়দিন ফেস্টিভ্যাল উপলক্ষ্যে প্রতিবছরই অ্যালেন পার্ক ও সেন্ট জেভিয়ার্স কলেজে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বড়দিন ফেস্টিভ্যাল উদ্বোধনের আগে বুধবার দুপুরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই বৈঠকে গঙ্গাসাগর মেলা নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি বড়দিন ফেস্টিভ্যাল নিয়েও আলোচনা হবে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে গঙ্গাসাগর যেতে পারেন মুখ্যমন্ত্রী।
করোনা আতঙ্ক কাটিয়ে এইবছর গঙ্গাসাগর ও বড়দিনের ফেস্টিভ্যালে মেতে উঠবে সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বুধবার বিকেলে বড়দিন ফেস্টিভ্যাল উদ্বোধনের আগে তিনি গঙ্গাসাগর ও ফেস্টিভ্যাল নিয়ে আলোচনায় বসবেন।
Comments are closed.