স্বাস্থ্য পরীক্ষার দরকার বারাসত ফ্লাইওভারের। তাই বৃহস্পতিবার থেকে আগামী একমাসের জন্য বন্ধ থাকবে বারাসত ফ্লাইওভার। এই সময় করা হবে স্বাস্থ্য পরীক্ষা। প্রথমে এইকথা শোনা গেলেও প্রশাসনিকভাবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজন হলেও বারাসত ফ্লাইওভার কবে থেকে বন্ধ থাকবে তা স্পষ্ট নয়।
এই বিষয়ে ডেপুটি পুলিশ সুপার (ট্রাফিক) নীহার রঞ্জন রায় জানিয়েছেন, ফ্লাইওভার বন্ধ থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জেলাশাসকের দফতর। এরপরেই জারি হবে নির্দেশিকা। তবে এই মাসেই ব্রিজ বন্ধ করে স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। বারাসত পুরসভার তরফে বলা হয়েছে, প্রথমে ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ব্রিজ বন্ধ রেখে স্বাস্থ্য পরীক্ষার কথা বলা হয়েছিল। কিন্তু পরে ঠিক হয় ২১ ডিসেম্বর থেকে বন্ধ রাখা হবে এই ফ্লাইওভার। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে প্রচার চালানো হয়। কিন্তু পিডব্লুডির তরফে নির্দেশ আসে এখন বন্ধ রাখা যাবে না ফ্লাইওভার। বারাসতের চাঁপাডালি থেকে কলোনি মোড় সংযোগকারী এই ব্রিজ। হাজার হাজার যানবাহন চলাচল করে এই ব্রিজ দিয়ে। ব্রিজ দিয়ে তিনটি বাস রুটের বাসও চলে। তবে জানানো হয়েছে, ব্রিজ বন্ধ হলেও সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্য বিকল্প রুটও ঠিক করে দেওয়া হবে।
Comments are closed.