উল্লাসের সময় হাতে এমবাপের মুখ বসানো ‘বেবি ডল’, ফের বিতর্কে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ

বিতর্ক যেন পিছু ছাড়ছেই না আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের। বিশ্বকাপ জয়ের পরেও ফরাসী ফুটবল তারকা এমবাপেকে নিয়ে একের পর এক ব্যঙ্গ করে চলেছেন তিনি। বিশ্বকাপ নিয়ে নিজেদের দেশে ফেরার পরও ট্রফি প্যারেডের সময় মার্টিনেজের হাতে দেখা যায় একটি বেবি ডল। কিন্তু পুতুলটির মুখে লাগানো ফরাসি তারকা এমবাপের ছবি। যে ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়েছে বিতর্ক। ছবিতে দেখা যাচ্ছে সেইসময় আর্জেন্টাইন গোলকিপারের পাশেই ছিলেন মেসি।

এর আগেও বিশ্বকাপের ট্রফি হাতে পাওয়ার পর ড্রেসিংরুমে আনন্দ করার সময় আর্জেন্টিনার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে শোনা যাচ্ছে কিছু কথা। যা নিয়ে শোরগোল পড়ে যায় নেট দুনিয়ায়। যেখানে মার্টিনেজকে বলতে শোনা যায় ‘এমবাপে মারা গিয়েছে’। এরপরেই কিছুক্ষণের নীরাবতা পালন করতেও দেখা যায়।

উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনালে হেরে গেলেও ৪ টি গোল করে হ্যাটট্রিক করেন এমবাপে। দুর্দান্ত পারফরমেন্সের জন্য সকলের মন জিতে নিয়েছেন ফরাসি স্ট্রাইকার এমবাপে। সোনার বুটও পেয়েছেন তিনি। ১৯৬৬ সালে জিওফ হার্স্টের পর প্ৰথম ফুটবলার হিসাবে বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছেন এমবাপে।

 

Comments are closed.