উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পথ চলা শুরু জোকা-তারাতলা মেট্রোর! 

কলকাতাবাসীর জন্য সুখবর। বছরের এক্কেবারে শেষেই জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো ছুটতে পারে। এবং বেশ কয়েকটি সূত্রের খবর, জোকা-তারতলা মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, সব ঠিক থাকলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই নতুন রুটে মেট্রো চলতে শুরু করবে। 

মেট্রো সূত্রে খবর, জোকা-তারাতলা রুটের মেট্রোর কাজ সব সম্পূর্ণ। রেলওয়ে সেফটি বোর্ডের তরফেও যাত্রী বহনের ছাড়পত্র মিলেছে। এক কথায় যাত্রী নিয়ে পথ চলা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছিলেন। সে সময়ে জল্পনা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীই হয়তো জোকা-তারতলা মেট্রোর উদ্বোধন করবেন। তবে তেমনটা হয়নি। যদিও রেলের তরফে সমস্ত প্রস্তুতি করে রাখা হয়েছিল। 

উল্লেখ্য, জোকা-বিবাদীবাগ মেট্রোর একটি অংশই হল জোকা-তারতলা মেট্রো। এই পথে মোট ছটি স্টেশন থাকছে। স্টেশনগুলো হল, জোকা, ঠাকুর পুকুর, শখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, এবং তারতলা। 

Comments are closed.