ফের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মুখোমুখি। বছরের এক্কেবারে শেষেই ফের একবার তাঁদের সাক্ষাৎ হতে চলেছে। নবান্ন সূত্রে খবর, আগামী ৩০ ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন তিনি। জানা গিয়েছে, ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রের তরফে। সূত্রের খবর, ওই বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রী ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের সভাপতি। কেন্দ্রের ১০টি মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড ওই কাউন্সিলের সদস্য। সদস্য রাজ্য হিসেবে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।
এদিকে রাজ্য বিজেপির অন্দরে খবর, যেহেতু পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে প্রধানমন্ত্রী আসছেন। তাই তাঁর কিছু রাজনৈতিক কর্মসূচিও থাকার সম্ভবনা রয়েছে। যদিও সে নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা রাজ্য বিজেপির নেতারা করেননি।
এর আগে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মুখোমুখি হয়েছেন। সম্প্রতি জি-২০ সামিট নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। জানা গিয়েছে, ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠক হলে সেখানে রাজ্যের বকেয়া দাবি-দাওয়া তিনি তুলে ধরবেন।
Comments are closed.