প্রয়াত সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতায় বাড়িতেই মৃত্যু হয় রবীন্দ্র সঙ্গীতশিল্পীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
এদিন সকালে সুমিত্রা সেনের মৃত্যুর খবর পাওয়ার পরেই প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ সরকার সুমিত্রা সেনকে ২০১২ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তাঁর দুই মেয়ে ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়। মায়ের কাছেই গান শেখা তাঁদের। মায়ের মতো রবীন্দ্রসঙ্গীত গান শ্রাবণী। ইন্দ্রাণী সেন একইসঙ্গে রবি ঠাকুরের গান, আধুনিক গানে নিজের জগৎ তৈরি করেছেন।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। নিউমোনিইয়া নিয়ে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। অক্সিজেন সাপোর্টে ছিল। সোমবার শিল্পীকে বাড়ি ফিরিয়ে আনেন দুই মেয়ে শ্রাবণী সেন ও ইন্দ্রাণী সেন। শিল্পীর মেয়ে সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে মৃত্যুর খবর জানান।
Comments are closed.