উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, কিছু ট্রেনের রুট বদল

৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তিনদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ

৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তিনদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ। সেইকারণে উত্তরবঙ্গে যাওয়ার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বাতিল করা হয়েছে ১৫৭০৯/১৫৭১০ মালদহ টাউন-জলপাইগুড়ি, ১২৩৬৩ কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস, ১২০৪২/১২০৪১  নিউ জলপাইগুড়ি-হাওড়া, হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। ১৫৭২২ নিউ জলপাইগুড়ি–দিঘা এক্সপ্রেস এবং আপ দিঘা–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল থাকবে। ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ তিস্তা এক্সপ্রেস আগামী ৬ জনুয়ারি বিকেল ৪.১০ মিনিটের পরিবর্তে বেলা ১২:১০ মিনিটে ছাড়বে।

 

এছাড়া ২২৬১১ চেন্নাই সেন্ট্রাল–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, ২২৬১২ নিউ জলপাইগুড়ি–চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি স্টেশনে দাঁড়াবে না। ১২৩৭৭ শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং এই এক্সপ্রেসের ডাউন ট্রেনটি আলুয়াবাড়ি রোড– বাগডোগরা এবং শিলিগুড়ি হয়ে যাতায়াত করবে। এই ট্রেন দুটি নিউ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়াবে না। ১৩১৭৩ শিয়ালদা–আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আলুয়াবাড়ি রোড, বাগডোগরা, শিলিগুড়ি দিয়ে যাতায়াত করবে। ১৫৯৬২ ডিব্রুগড়– হাওড়া কামরূপএক্সপ্রেস একই রুট হয়ে যাতায়াত করবে। যদিও চলাচল করবে বন্দেভারত এক্সপ্রেস৷

Comments are closed.