এইবার কলকাতা বইমেলার ‘থিম কান্ট্রি’ স্পেন, কলকাতায় আসছেন স্পেনের ২৫ জন লেখক

এবার কলকাতা বইমেলার থিম দেশ স্পেন। কলকাতায় আসছেন স্পেনের ২৫ জন লেখক। পাশাপাশি ২৯ থেকে ৩১ জানুয়ারি বইমেলার পাশাপাশি স্প্যানিশ ফিল্মের জন্যে আলাদা ফেস্টিভ্যালও হবে। এই ৩ দিনে মোট ৬ টি স্প্যানিশ সিনেমা দেখানো হবে।

এর আগে ২০০৬ সালে কলকাতা বইমেলার থিম দেশ ছিল স্পেন। সেই সময় বইমেলা হত কলকাতা ময়দানে। এইবার স্পেনের প্যাভিলিয়নে রবীন্দ্র সাহিত্যের স্প্যানিশ অনুবাদ থাকছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্পেনের চুক্তিপত্র অনুযায়ী স্প্যানিশ অনুবাদ থাকছে বইমেলায়। এদিন স্পেনের রাষ্ট্রদূতের বাসভবনে সাংবাদিক বৈঠক করে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি এবং সভাপতি সুধাংশুশেখর দের সঙ্গে উপ্সথিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিডাও ডমিনগুয়েজ।

বৈঠক থেকে উচ্ছ্বাস প্রকাশ করে ত্রিদিব চ্যাটার্জি ও সুধাংশুশেখর দে বলেন, স্পেনকে দ্বিতীয়বার কলকাতা বইমেলায় পেয়ে আমরা গর্বিত। দুদেশের অসংখ্য সাহিত্যপ্রেমী মানুষের আদানপ্রদানের এক বর্ণাঢ্য মাধ্যম হয়ে উঠতে চলেছে এবারে কলকাতা বইমেলা। প্রসঙ্গত ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হতে চলেছে ৩১শে জানুয়ারি থেকে, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩০ জানুয়ারি বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল সিভি আনন্দ বোস সহ সাহিত্যিক শীর্ষেন্দু মুখার্জি এবং স্প্যানিশ রাষ্ট্রদূতও। থাকবেন বাংলা ও স্পেনের অসংখ্য সাহিত্য অনুরাগী মানুষেরা। উল্লেখ্য, এইবারের বইমেলাতেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নতুন বই প্রকাশিত হবে। মুখ্যমন্ত্রীর লেখা কবিতাবিতান বইয়ের ইংরেজি অনুবাদ প্রকাশিত হবে।

Comments are closed.