পর্যটকদের জন্য সুখবর। সিকিমে শুরু হয়েছে তুষারপাত। মঙ্গলবার সিকিমের রাজধানী গ্যাংটকে তাপমাত্রা নেমে যায় ০ ডিগ্রির কাছে। বুধবার গ্যাংটকের সর্বোচ্চ তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। এদিনও নাথুলা পাস ও সংলগ্ন এলাকায় তুষারপাত হবে বলে জানিয়েছে সিকিমের আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, নাথুলা, ছাঙ্গুলেক সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাত হবে। গত কয়েকদিন ধরে তুষারপাত হচ্ছে লাচুং, লাচেন সহ বেশকিছু এলাকায়।
সিকিম আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী সপ্তাহে আবহাওয়ার উন্নতি হতে পারে। এখন বন্ধ করে দেওয়া হয়েছে ছাঙ্গু লেক ও নাথুলা যাওয়ার রাস্তা। সাধারণত ছাঙ্গু ও নাথুলায় যেতে গেলে বিশেষ অনুমতি নিতে হয়। সামনের সপ্তাহে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে ফের অনুমতি দেওয়া হবে। গ্যাংটকে তাপমাত্রা ০ ডিগ্রিতে নেমে যাওয়ায় সেখানে থাকা পর্যটকরা দিন কাটাচ্ছেন হোটেলেই। তবে গ্যাংটকের কয়েকটি জায়গা থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা।
Comments are closed.