রাজ্যের সব স্কুলে বিনামূল্যে দেওয়া হবে হাম ও রুবেলা ভ্যাকসিন, তৎপরতা তুঙ্গে

রাজ্যের সব সরকারি ও বেসরকারি স্কুলে বিনামূল্যে দেওয়া হবে হাম ও রুবেলা ভ্যাকসিন। ৯ মাস থেকে ১৫ বছরের প্রায় ২ কোটি ৩০ লক্ষ বাচ্চাদের দেওয়া হবে ভ্যাকসিন। নবান্নের নির্দেশ অনুযায়ী, ৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভ্যাকসিনেশন।

রাজ্যের শিশুস্বাস্থ্য বিভাগের নোডাল অফিসার অসীম দাস জানিয়েছেন, দশম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়া যেন ভ্যাকসিনেশন থেকে বাদ না যায়, সেই কারণে স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের সচেতন করা হচ্ছে। ভ্যাকসিন নেওয়ার পর কোনও পড়ুয়ার জ্বর, মাথাব্যাথা হলে সেই বিষয়ে কী করতে হবে, তাও জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের।

স্কুলের পাশাপাশি সব অঙ্গন‌ওয়াড়ি কেন্দ্র এবং পথশিশুদের‌ও ভ্যাকসিনেশন করা হবে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে হাম ও রুবেলা ভাইরাস সাধারণত মানুষের ১৫ বছর বয়স পর্যন্ত শরীরের ক্ষতি করতে পারে। হাম-রুবেলার লক্ষণ দেখা দিলেই রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে অভিভাবক এবং স্কুলের শিক্ষকদের।

উল্লেখ্য, রাজ‌্য স্বাস্থ্যদফতর সূত্রে খবর, প্রথম তিন সপ্তাহ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে ভ্যাকসিনেশন হবে। শেষ সপ্তাহে আইসিডিএস কর্মীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় ভ্যাকসিন দেওয়া হবে।

 

 

Comments are closed.