নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরবাসীর জন্য সুখবর। নন্দীগ্রাম এবং হলদিয়া সংযোগকারী সেতু তৈরি করবে রাজ্য। শুক্রবার একথা জানান, তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সেতু তৈরি করবে রাজ্য সরকার। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ডিপিআর তৈরি করতে। কুণাল ঘোষ আরও বলেন, এর আগেও নন্দীগ্রাম এবং পূর্ব মেদিনীপুরের জন্য বহু কাজ করেছেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে শুরু করে দীঘা তমলুক রেল পথ এমন আরও অনেক কাজ হয়েছে। ভোটের আগে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন এখন সেটাই করে দেখাচ্ছেন।
নন্দীগ্রামের এক্কেবারে উল্টো দিকেই হলদিয়া। মাঝে নদী। নদীর দুই পারে হওয়ায় নন্দীগ্রামবাসী মাঝে মাঝেই হলদিয়া যেতে হয়। আর হলদিয়া যাওয়ার এক মাত্র রাস্তা নদীপথ। না হলে সড়ক পথ হলে অনেকটাই ঘুরে যেতে হয়। এদিন কুণাল ঘোষ বলেন, দুই অঞ্চলের মধ্যে সেতু তৈরি হলে নন্দীগ্রামের অর্থনৈতিক চিত্রটাই পুরো পাল্টে যাবে। দীর্ঘ দিন ধরেই নন্দীগ্রামবাসী সেতুর দাবি জানিয়ে আসছিলেন।
Comments are closed.