গোল্ডেন পুরস্কারে সম্মানিত RRR ছবির অতি জনপ্রিয় ‘নাটু, নাটু’ গান। ক্যালিফোর্নিয়ায় আয়োজিত গোল্ডেন গ্লোবের মঞ্চে সেরার শিরোপা পেয়েছে RRR। অস্কারের মঞ্চে পুরস্কার গ্রহণ করেছেন ছবির কম্পোজার এমএম কিরাবাণী। পুরস্কার ঘোষণার সেরা মুহূর্ত টুইটারে শেয়ার করে আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, এই মর্যাদাপূর্ণ সম্মান প্রত্যেক ভারতীয়ের কাছে অত্যন্ত গর্বের। এমএম কিরাবাণী, প্রেম রক্ষিত, কাল ভৈরব, চন্দ্র বোস, রাহুল সিপলিগুঞ্জকে অনেক শুভেচ্ছা। RRR ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
A very special accomplishment! Compliments to @mmkeeravaani, Prem Rakshith, Kaala Bhairava, Chandrabose, @Rahulsipligunj. I also congratulate @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan and the entire team of @RRRMovie. This prestigious honour has made every Indian very proud. https://t.co/zYRLCCeGdE
— Narendra Modi (@narendramodi) January 11, 2023
দেশপ্রেমের প্রেক্ষাপটে অ্যাকশনে ভরা ছবি RRR। মার্চ মাসে মুক্তি পেয়ে অল্প সময়ের মধ্যেই ছবির ব্যবসা ১,২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছিল।
বিশ্বমঞ্চে পুরস্কৃত হয়েছে এই ছবির নাটু নাটু গান। টুইটার, ফেসবুক এমনকী হোয়াটসঅ্যাপ স্টোরিতেও টিম RRR-কে শুভেচ্ছা জানাচ্ছেন গর্বিত ভারতীয়রা।
গোল্ডেন গ্লোবস পুরস্কারে সঙ্গীতের পাশাপাশি সেরা বিদেশি ভাষার ছবির বিভাগেও মনোনীত হয়েছিল ‘আরআরআর’। কিন্তু এই পুরস্কার পেয়েছে ‘আর্জেন্টিনা, ১৯৮৫’ ছবিটি।
Comments are closed.