কলকাতার ঘাটে কয়েকদিনের মধ্যেই হবে গঙ্গা আরতি, সূচনা করবেন মুখ্যমন্ত্রী, বারাণসীর ১১ জন পূজারী আরতি করবেন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতন উত্তরপ্রদেশের বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতির প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। বাজে কদমতলা ঘাট থেকে কয়েকদিনের মধ্যেই গঙ্গা আরতি শুরু হবে বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভা সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে গঙ্গা আরতির সূচনা করবেন।

জানা গিয়েছে, কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিংহ নিজে উদ্যোগ নিয়ে গঙ্গা আরতির জন্য কিছু সরঞ্জাম কিনে রেখেছেন। মূলত প্রদীপ, চামর, শঙ্খ, ঘণ্টা, ধুনুচি ইত্যাদী সরঞ্জাম মেয়র পারিষদ নিজেই কিনে রেখেছেন। সাধারণ মানুষের গঙ্গা আরতি দেখার জন্য লোহার পাটাতন বানানো হয়েছে। লোহার পাটাতনগুলি নীল-সাদা রঙে সাজিয়ে তোলা হয়েছে। পরে বসার জায়গাগুলিতেও আলো দিয়ে সাজিয়ে তোলা হবে বলে পুরসভা সূত্রের খবর। মোট ১১ জন পূজারী একসঙ্গে গঙ্গা আরতি করতে পারবেন। প্রথমে বারাণসী থেকে লোক এসে গঙ্গা আরতি করবেন। পরে বাংলার লোকই এই গঙ্গা আরতি করতে পারবেন বলেই জানিইয়েছেন পুরকর্তারা।

গঙ্গা আরতি যাঁরা দেখতে আসবেন সবাইকে সার্কুলার রেল লাইন পেরিয়ে যেতে হবে। রেল লাইনে যাতে কোনও দুর্ঘটনা না হয়, সেই ব্যাপারে দেখভাল করার জন্য রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Comments are closed.