৫ মিনিটেরও কম সময়ে মিলবে পরবর্তী মেট্রো! সময়ের ব্যবধান কমাতে মেট্রোতে নতুন প্রযুক্তি 

আরও আধুনিক হচ্ছে কলকাতা মেট্রো। এবার থেকে ৫ মিনিটেরও কম সময়ে মিলতে পারে পরবর্তী মেট্রো। সেই লক্ষ্যেই অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম বসানো হল কলকাতা মেট্রোয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, নতুন এই প্রযুক্তির ব্যবহার দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান আরও কমানো সম্ভব হবে। যার ফলে ভিড় সামলাতে মেট্রোর সংখ্যা বাড়ানোরও চিন্তাভাবনা শুরু হয়েছে। 

জানা গিয়েছে, অত্যাধুনিক এই প্রযুক্তি এখন শুধু দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অর্থাৎ ব্লু লাইনে বসানো হয়েছে। পরে পরিস্থিতি বুঝে সব রুটেই নতুন এই প্রযুক্তি ব্যবহার শুরু হবে। প্রসঙ্গত, বর্তমানে মেট্রোর যতগুলো রুট আছে তার মধ্যে দক্ষিণেশ্বর-নিউ গড়িয়ে রুটেই সব থেকে বেশি যাত্রী হয়। ভিড় সামলাতে ইতিমধ্যেই দুটি মেট্রোর সময়ের ব্যবধানে কমিয়ে পাঁচ মিনিট করা হয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, নতুন এই প্রযুক্তির জেরে দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান ৫ মিনিটেরও কম করা সম্ভব হবে। 

উল্লেখ্য, বর্তমানে সিগন্যালিং ব্যবস্থার জন্য ইলেকট্রিক্যাল ইন্টারলকিং সিস্টেম ব্যবহার করা হত। তবে এবার থেকে ব্লু লাইনের জন্য ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম ব্যবহার হবে। 

Comments are closed.