২২ ও ২৩ তারিখ শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক ট্রেন বাতিল

শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক ট্রেন বাতিল। ২২ ও ২৩ জানুয়ারি শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক ট্রেন বাতিল থাকার ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। রেল সূত্রের খবর, মথুরাপুর রোড স্টেশনে পুরনো ফুট ওভার ব্রিজ ভেঙে ফেলা হচ্ছে। সেকারণে ২২ জানুয়ারি রাত থেকে ২৩ জানুয়ারি সকাল পর্যন্ত ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে।

কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। ২২ তারিখ বাতিল থাকছে শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর ডি এন ৩৪৭৫২ লোকাল। ২৩ তারিখ বাতিল থাকছে শিয়ালদহ – লক্ষ্মীকান্তপুর ডিএন ৩৪৭১৪ লোকাল। আপেও বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। লক্ষ্মীকান্তপুর- শিয়ালদহ আপ লোকাল ৩৪৭১৩, ৩৪৭১৫, ৩৪৭১৭ ট্রেন বাতিল থাকছে।

বেশকিছু ট্রেনের রুট বদল করা হয়েছে। শিয়ালদহ – লক্ষ্মীকান্ত পুর ডিএন ৩৪৭৫৪ ট্রেনটি ২২ জানুয়ারি বারুইপুর পর্যন্ত যাবে। অন্য দিকে লক্ষ্মীকান্ত পুর – শিয়ালদহ ৩৪৭১১ লোকাল ট্রেন ২৩ জানুয়ারি বারুইপুর পর্যন্ত যাবে। ২২ তারিখ ডিএন ৩৪৭১২ শিয়ালদহ -লক্ষ্মীকান্তপুর লোকাল দক্ষিণ বারাসত পর্যন্ত যাবে। পাশাপাশি ৩৪৭৯১ লক্ষ্মীকান্তপুর – শিয়ালদহ লোকাল ২৩ তারিখ দক্ষিণ বারাসত পর্যন্ত যাবে।

Comments are closed.