সাঁতরাগাছি সেতুর পরে এই বার বঙ্কিম সেতুর মেরামতির কাজ শুরু হবে। আংশিক বন্ধ রেখে বঙ্কিম সেতুর সংস্কার করা হবে। উদ্যোগী হয়েছে কেএমডিএ। ৫ ফেব্রুয়ারি থেকে সেতুটি দিনের বেলা আংশিক বন্ধ রাখতে চেয়ে হাওড়া সিটি পুলিশের কাছে আবেদন করেছে কেএমডিএ। হাওড়া সেতুর সঙ্গে সংযোগকারী বঙ্কিম সেতু। সেকারণে সেতুর সংস্কারের কাজ শুরু হলে হাওড়া জেলার একাধিক জায়গায় যানজট তৈরি হবে। সেই কথা মাথায় রেখে আবেদন করা হয়েছে। এই মেরামতির কাজ হবে দিনের বেলায়।
কেএমডিএ সূত্রে খবর, বঙ্কিম সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে সম্প্রতি। স্বাস্থ্য পরীক্ষার পর উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞ কমিটি। সেতুর কয়েকটি এক্সপ্যানশন জয়েন্ট খারাপ রয়েছে। কয়েক জায়গায় ফাটল বা চিড়ও দেখা গিয়েছে।
কেএমডিএর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, সেতুটির একটি অংশ বন্ধ রাখা হবে। সেই অংশ দিয়েই যানবাহন চলাচল করবে। কেএমডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি ওই সেতু মেরামতের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ হওয়ার পরেই দ্রুত কাজ শুরু করতে চাইছে দফতর।
এই বিষয়ে হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, সাঁতরাগাছি সেতু মেরামতির আগে রাজ্য সরকার পুলিশ, পূর্ত দফতর-সহ বিভিন্ন দফতরের মধ্যে বৈঠক করেছিল। কিন্তু বঙ্কিম সেতুর ক্ষেত্রে সেই ধরনের কোনও বৈঠক হয়নি। শুধুমাত্র চিঠি দেওয়া হয়েছে।
Comments are closed.