এবার দিল্লিতেও হবে বাংলার বইমেলা; কলকাতা বইমেলার উদ্বোধন অনুষ্ঠান থেকে বললেন মুখ্যমন্ত্রী 

শুরু হয়ে গেল ৪৬তম কলকাতা বইমেলা। সোমবার মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে এদিন তিনি বলেন, দিল্লিতেও বাংলার বই মেলা হবে। যেখান রাজ্যের বিভিন্ন জেলা অংশগ্রহন করবে। উপস্থিত উদ্যোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতেও বাংলার বই মেলা হোক। রাজ্যের তরফে সব রকমের সহযোগিতা করা হবে। কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে। 

এবারে বই মেলার থিম স্পেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনের মন্ত্রী মাকিয়া খোসে গালভেজ সালভাদোর। এছাড়াও সাহিত্যিক শীর্ষেন্দু মুখার্জি সহ অনেক বিশিষ্ঠ অতিথি। বিভিন্ন রাজ্য তো বটেই, একাধিক দেশও কলকাতা বইমেলায় অংশগ্রহন করছে। এই প্রসঙ্গে বলতে গিয়েই মুখ্যমন্ত্রী নিজের ইচ্ছের কথা জানান। বলেন, দিল্লিতেও রাজ্যের তরফে কলকাতা বইমেলার মতো একটি মেলার আয়োজন করা হোক। 

মেলায় আসতে বা মেলা থেকে ফিরে যেতে যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকটি নিয়েও উদ্যোক্ততাদের নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী। মঞ্চে উপস্থিত পরিবহন মন্ত্রীকে বাসের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন। পাশাপাশি অন্যান্য বিষয়গুলোতেও নজর দিতে বলেন।      

Comments are closed.