বইমেলায় টাকা দিয়ে মনোরঞ্জন ব্যাপারীর বই কিনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ফেসবুকে শেয়ার করলেন বলাগড়ের বিধায়ক

সোমবার শুরু হয়েছে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। বইমেলায় বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর থেকে দাম দিয়ে বই কিনলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই খবর নিজের ফেসবুকে শেয়ার করেছেন মনোরঞ্জন ব্যাপারী। ফেসবুকে তিনি লিখেছেন, আমার সদ্য প্রকাশিত অভিশপ্ত অতীত অজানা ভবিষ্যৎ বইখানি উৎসর্গ করেছি মা মাটি মানুষের নেত্রী আপামর মানুষের দিদি মমতা ব্যানার্জিকে। নিয়মমতো ওনাকে আমার একটি বই দেবার কথা।

দিয়েও ছিলাম একখানি বই। কিন্তু উনি কিছুতে বিনা মূল্যে নিতে চাইলেন না। বললেন, তুমি গরীব মানুষ! এমনি নেবো না। কতদাম?

বলি আমি-একটাকা! মাত্র একটাকা নেবো আপনার কাছ থেকে!

আমার কাছে ওনার এক টাকা লক্ষ টাকার চেয়ে বেশি। কিন্তু উনি আমার হাতে ধরিয়ে দিলেন পাঁচশো টাকার একখানি নোট।

মুখ্যমন্ত্রী যে ৫০০ টাকা দিয়ে বই কিনেছিলেন, সেই নোটের ছবি ফেসবুকে শেয়ার করেন তিনি। উল্লেখ্য, সোমবার ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনে হাজির ছিলেন মমতা ব্যানার্জি। তিনি বইমেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তৃণমূল মুখপত্র জাগো বাংলার স্টলে ঢুকে বাউলদের গানের সঙ্গে গলাও মেলান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া হয় একতারা। বিভিন্ন বইয়ের স্টলে ঘোরার সময় তাঁর দেখা হয় মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে। সদ্য প্রকাশিত হয়েছে তাঁর লেখা বই অভিশপ্ত অতীত অজানা ভবিষ্যৎ।

 

Comments are closed.