প্রয়াত প্রাক্তন ফুটবলার পরিমল দে, ৭০-এর শিল্ড ফাইনালে তাঁর গোলেই চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল

প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার পরিমল দে। মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মইয়দানে ‘জংলা দা’ নামেই পরিচিত ছিলেন পরিমল দে। একসময় তাঁকে গ্ল্যামার বয় নামেও ডাকা হত ময়দানে। তাঁর চেহারা ও স্টাইলের জন্য।

১৯৬৪ সালে উয়াড়ি থেকে ইস্টবেঙ্গলে সই করেছিলেন পরিমল দে। ১৯৬৮ সালে দলের অধিনায়কও হয়েছিলেন। ১৯৭০ সালে আই এফ এ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের অধিনায়ক ছিলেন তিনি। সেই বছর তাঁর করা গোল থেকেই চ্যম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। যদিও সেই ম্যাচে পরিবর্ত হিসেবে নেমেছিলেন তিনি। এরপর ১৯৭১ সালে পরিমল দে মোহনবাগানে চলে আসেন। কিছুটা অভিমান নিয়েই ক্লাব বদল করেন তিনি। ২০১৪ সালে পরিমল দে-কে জীবনকৃতি সম্মানে ভূষিত করেছিল ইস্টবেঙ্গল। ক্লাবের হয়ে ভালো খেলার জন্য এই সম্মান দেওয়া হয় তাঁকে। বাংলার হয়ে সন্তোষ ট্রফিও খেলেছেন পরিমল দে।  দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন জংলা দা। অ্যালঝাইমারে আক্রান্ত হয়েছিলেন তিনি। বুধবারই শেষকৃত্য হবে পরিমল দে-র।

Comments are closed.