বাজেটে সস্তা হল টিভি ও মোবাইল ফোন, কোন জিনিসের দাম কমলো আর কোন জিনিসের দাম বাড়লো

বুধবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেট ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে মোদী সরকার শেষ পূর্ণাঙ্গ বাজেট। ভোটব্যাঙ্কেরর কথা মাথায় রেখে এই বাজেট নিয়ে আশায় ছিল মধ্যবিত্ত। সেই আশা পূরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। এবার বাজেটে আয়করের ঊর্ধ্বসীমা বেড়েছে। মহিলাদের টাকা জমানোর জন্য বিশেষ স্কিম এনেছে কেন্দ্র। যেখানে ২ বছরের জন্য ২ লক্ষ টাকা বার্ষিক ৭.৫ সুদে জমানো যাবে। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন জিনিসের দাম কমছে আর কোন জিনিসের দাম বাড়ছে।

কী কী কমছে:

মোবাইল ফোন

দেশি সাইকেল

ওয়ার্কশপে তৈরি হিরে

এলইডি টেলিভিশন

কাপড়

মোবাইল ফোন চার্জার

দেশি খেলনা

ক্যামেরার লেন্স

লিথিয়াম ব্যাটারি

কী কী বাড়ছে: 

সিগারেট

হেডফোন/ইয়ারফোন

ছাতা

ঘরের জন্য কিচেন চিমনি

সোনা

রুপোর বাসনপত্র

প্ল্যাটিনাম

ইমিটেশন জুয়েলারি

সোলার সেল

এক্স-রে মেশিন

বৈদ্যুতিন খেলনার পার্টস

বিদেশি গাড়ি

টায়ার টিউব

Comments are closed.