বোমা বিস্ফোরণের মতো গুরুতর অপরাধের অভিযোগে জেলে বন্দি রয়েছেন। কিন্তু বন্দি জীবন থেকেই স্নাতকোত্তর পরীক্ষায় গোটা অসমের মধ্যে প্রথম হয়ে অবাক করলেন ছাত্রনেতা সঞ্জীব তালুকদার। ২৯ বছর বয়েসী সঞ্জীব সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকত্তোরে পরীক্ষায় প্রথম হয়েছেন। অসমের রাজ্যপাল জগদীশ মুখের হাত থেকে স্বর্ণ পদকও পেয়েছেন জেল বন্দি সঞ্জীব।
২০১৯ সাল। অসমের রাজধানী দাসপুরে গ্রেনেড বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের নেপথ্যে অসমের সন্ত্রাসবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম বা ULFA নাম উঠে আসে। সেই সঙ্গে সঞ্জীবের নামও উঠে আসে। বোমা বিস্ফোরণের মামলায় গ্রেফতার হন সঞ্জীব। ২০১৯ সল্ থেকে তিনি অসমের সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সঞ্জীব একজন ছাত্রনেতা ছিলেন। গৌহাটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সঞ্জীব বোটানির ছাত্র ছিলেন। জেলে বন্দি অবস্থাতেই এমফিল শেষ করার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু জেলে থেকে সেই সুযোগ না পাওয়ায় সমাজবিজ্ঞান নিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। কৃষ্ণকান্ত হান্ডিক স্টেট্ ওপেন ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর পড়াশোনা শুরু করেন। আর তাতেই ৭১% নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন সঞ্জীব।
Comments are closed.