বইমেলায় প্রকাশিত কলকাতা পুরসভার বিশেষ পত্রিকা ‘পুরশ্রী’

বইমেলায় প্রকাশিত হল কলকাতা পুরসভার পত্রিকা পুরশ্রী। মঙ্গলবার বইমেলার প্রাঙ্গণে এস বি আই অডিটোরিয়ামে পত্রিকা পুরশ্রী প্রকাশিত হয়। দে’জ পাবলিশার্সের হাত ধরে প্রকাশিত হয় এই বই। এই পত্রিকা উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি, সভাপতি সুধাংশু শেখর দে ছাড়া আরও অনেকে। প্রতি বছর কলকাতা পুরসভার তরফে প্রকাশিত হয় বই। এইবারও প্রকাশিত হল পত্রিকা। বিখ্যাত সাহিত্যিকদের লেখা ছাড়াও কিছু মানুষের স্মৃতিচারণা করা হয়েছে এই বইতে।

এদিন পত্রিকা উদ্বোধনের পর ফিরহাদ হাকিম বলেন, বিখ্যাত সাহিত্যিকদের লেখা ছাড়াও বিশিষ্ট কিছু মানুষের স্মৃতিচারণা করা হয়েছে এই বইতে। তিনি আরও জানান, প্রতি বছর মানুষ যেমন  দুর্গাপুজোর জন্য অপেক্ষা করেন, তেমনই সাধারণ মানুষ অপেক্ষা করে থাকেন বইমেলার জন্য। এই বছর বইতে জয় গোস্বামী, বারিদবরণ ঘোষ ছাড়া আরও অনেকে সাহিত্যিকদের লেখা রয়েছে। বইয়ের মাধ্যমে পরের প্রজন্মকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয় বইয়ের মাধ্যমে।

Comments are closed.