সুন্দরবনে শুরু হয়েছে পাখি উৎসব। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব। শুরু হয়েছে ৭ ফেব্রুয়ারি থেকে। পশ্চিমবঙ্গ বনবিভাগ ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের যৌথ উদ্যোগে হচ্ছে এই উৎসব। সুন্দরবনের সজনেখালিতে হচ্ছে এই উৎসব।
মঙ্গলবার পতাকা উড়িয়ে উৎসবের সূচনা করেন বনকর্তারা। উৎসবের প্রথম দিন থেকে দেশ ও বিদেশের প্রচুর মানুষ অংশ নিচ্ছেন। এক বনকর্তা জানিয়েছেন, সুন্দরবনে যে ৩০০-র বেশি প্রজাতির পাখি রয়েছে, সেই পাখিগুলি শনাক্ত করার জন্য এবং নতুন কোনও পাখি সুন্দরবনে এসেছে কিনা তা জানতে উৎসব করা হচ্ছে। বিশেষ করে বিলুপ্ত হয়ে যাওয়া পাখিদের শনাক্ত করে সেগুলি সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাখি উৎসবের মাধ্যমে সেই কাজ করতে সফল হবেন বন আধিকারিকরা বলে মনে করা হচ্ছে। পাখি উৎসবের মাধ্যমে সুন্দরবনের প্রকৃতি, পরিবেশ সম্পর্কেও আরও তথ্য পাবেন উৎসবে আগত মানুষরা। সুন্দরবনের জঙ্গলে ঘুরে ঘুরে পাখি দেখার পাশাপাশি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন আগত মানুষরা। থাকছে ছবি তোলার বিশেষ সুবিধাও।
Comments are closed.