SSKM-এর মতন রাজ্যের বড় হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিকে ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্পে অংশ নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণার পরই রাজ্যে চালু হয়েছে ‘দুয়ারে ডাক্তার’ প্রকল্প। সেইমত প্রথম শিবির চালু হয়েছে পশ্চিম মেদিনীপুরের কোশিয়াড়িতে। এস এস কে এম হাসপাতালের বিশেষজ্ঞরা পশ্চিম মেদিনীপুরের কোশিয়াড়িতে গিয়ে চিকিৎসা করছেন গ্রামবাসীদের। এবার রাজ্যের অন্যান্য বড় হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিকে এই প্রকল্পের আওতায় আনার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার হাওড়ার পাঁচলায় সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এস এস কে এমের মতন বড় হাসপাতালগুলিকে ও মেডিকেল কলেজগুলিঅও এই প্রকল্পে আওতায় আসুক। প্রত্যন্ত এলাকার মানুষদের উপকার হবে এতে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে এস এস কে এমের হাসপাতালের চিকিৎসকরা যাবেন। আমরা ডাক্তার পাঠিয়েছি ঝাড়গ্রামে। আমরা ডাক্তার পাঠাচ্ছি সুন্দরবনেও। এর পরে রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁরা যাবেন। ‘দুয়ারে ডাক্তার’ আমরা মাঝে মাঝে করব, এর ফলে অনেক মানুষ উপকৃত হবেন।
উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী ফুরফুরা শরিফে ১০০ বেডের হাসপাতালের শিলান্যাসের কথা জানান। সাগরদত্ত হাসপাতালে ক্যানসার ইউনিট চালু করার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি হুগলির ইমামবাড়া জেলা হাসপাতাল, ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে দুটি ক্রিটিক্যাল ইউনিটের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.