আধার কার্ড লিঙ্ক করা না থাকলে ১০০ দিনের কাজ করতে পারবে না ! গোটা জীবনটাই তো এরা অনলাইন করে দিচ্ছে; কেন্দ্রকে তীব্র কটাক্ষ মমতার
১০০ দিনের কাজের টাকা নিয়ে ফের একবার কেন্দ্রকে তুলোধোনা করলেন মুখমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী দাবি করেন, ১০০ দিনের কাজের প্রকল্প থেকে ১৭ লক্ষ মানুষের নাম কেটে দিয়েছে। বলছে যাদের আধার কার্ড লিঙ্ক করা রয়েছে তারাই কাজ পাবে। এর পরেই কেন্দ্রকে নিশানা করে তৃণমূল নেত্রীর কটাক্ষ, পুরো জীবনটাই এরা অনলাইন করে দিচ্ছে। গ্রামের মানুষেরা কীভাবে আধার কার্ড লিঙ্ক করবেন? এরকম কত ব্লক হয়েছে যেখানে ব্যাঙ্ক, পোস্ট অফিস কিছুই নেই। তারা কী করবেন?
বাজেট পাশের পরের দিনই জঙ্গলমহল সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার মেদিনীপুর কলেজমাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান এবং একটি জনসভা করেন তিনি। ওই জনসভা থেকেই ফের একবার রাজ্যের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রকে ঝাঁজালো ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীর অভিযোগ, সড়ক যোজনা থেকে আবাস যোজনা, কোনও প্রকল্পেই রাজ্যের বকেয়া টাকা পাঠাচ্ছে না কেন্দ্র। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তা তৈরি করেছে। গ্রামেরে রাস্তাগুলোর মেরামতি হচ্ছে না। কেন্দ্র টাকা দিচ্ছে না। প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করে তৃণমূল নেত্রীর কটাক্ষ, আবাস যোজনার টাকা প্রধানমন্ত্রীর নয়। রাজ্য থেকে টাকা তুলে নিয়ে গেলেও সেই টাকার ভাগ রাজ্যকে দেয় না।
Comments are closed.