সপ্তাহের শুরুতেই দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি পেরোল। ফেব্রুয়ারি মাসের মধ্যেই ভ্যাপসা গরমের অস্বস্তি টের পাবে রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতরের তরফে তেমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। জানা গিয়েছে, জেলায় জেলায় অল্প শীত অনুভূত হলেও কলকাতা থেকে কার্যত বিদায় নিয়েছে শীত। ভোরের দিকে এবং সন্ধ্যের দিকে কিছুটা মনরোম আবহাওয়ায় থাকলেও বেলার দিকে অস্বস্তিকর গরম পড়বে বলে আগাম জানানো হয়েছে।
সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের থেকে যা কিছুটা বেশি। মনে করা হচ্ছে, দিনের সর্বচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ছুঁতে পারে। তবে সারা সপ্তাহ আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। যদিও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। বুধবার থেকেই পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। এবং ফেব্রুয়ারি মাসের মধ্যেই আবহাওয়ার আমূল পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।
Comments are closed.